প্রমিত বাংলা শুদ্ধ উচ্চারণে বাচ্চাদের জন্য বাংলা স্বরবর্ণ
ছোট সোনামণিদের বাংলা বর্ণমালা শেখা
ছোট বাচ্চাদের নিয়ম তান্ত্রিকভাবে এবং শুদ্ধভাবে কোন কিছু শেখানোটা আসলে খুবই জরুরি আর মাতৃভাষা শেখানোর আগে তার অনুসরণ করা একান্তভাবে দরকার। দেশের নানান প্রান্তে নানান ভাবে এই স্বরবর্ণ গুলি নানা উচ্চারণ পড়ানো হয় তাই আমরা Youtheye Learning Center এর পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি যেন তাদেরকে আনন্দ ,মজা এবং শুদ্ধভাবে তাদের বয়স এবং শ্রেনী উপযোগী সকল কিছু শেখাতে পারি। তাছাড়া বাচ্চা নিয়ে আমরা বাংলাদেশি হিসেবে খুব একটা ভাবি না অথচ তারা কিন্তু আমাদের আগামী ভবিষ্যত।তাদের প্রতিটি জিনিস শেখানোর ব্যাপারে ,কথা বলা, গালি দেওয়া এমনকি তাদের অন্যের সাথে ক্ষিপ্ত আচরন নিয়েও আমাদের ভাবতে হবে ।প্রয়োজনে তার উপযোগী জায়গায় তাকে নিয়ে যাওয়া ,মিশতে দেওয়া এবং কথা বলার এবং শেখানোর সুযোগ করে দিতে হবে। বাংলা বর্ণমালা এবং বাংলা ভাষা আমরা অনেকেই শুদ্ধভাবে বলতে পারি না এবং চেষ্টাও করি না ,কারন আমাদের যারা শেখায় তারাও ঠিক মত পারেন না ,ফলশ্রুতিতে আমাদের বাচ্চারা সব সময় ভুল ভাল শিখে যাচ্ছে ,তাই আমরা Youtheye Learning Center এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে বাচ্চারা খুব ভাল ভাবে বাংলায় সকল কিছু শিখবে এবং বাংলা ভাষা এবং সংস্কৃতি চর্চা করবে ,দেশপ্রেম লালন এবং অন্তরে ধারন করবে।এজন্য আমাদের পরবর্তী টিউটোরিয়াল গুলাও আমরা সে উপযোগী করে সাজাবো।https://youtheyefoundation.blogspot.com
Our E-mail
Youtheyefoundation.bd@gmail.com
Our Facebook page
https://www.facebook.com/YouthEyeFoun...
Join Our Facebook Group https://www.facebook.com/groups/17407... Our online Facebook Magazine https://www.facebook.com/YouthMagazin...
No comments