Youtheye Foundation কি এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য


YouthEye Foundation এর লক্ষ্য ও উদ্দেশ্য


প্রথমত ২ট বিষয় নিয়ে Youtheye Foundation কাজ করছে......

১।শিক্ষা


অনলাইন শিক্ষা কার্যক্রম এবং প্ল্যার্টফর্ম ভিত্তিক শিশু এবং যুব শিক্ষা কার্যক্রম,প্রশিক্ষণ,কম্পিউটার শিক্ষণ এবং উন্নয়ন ভিত্তিক শিক্ষা কার্যক্রম
সাধারণত আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের অনেকের আপত্তি দেখা যায় এবং বাচ্চারা যা শেখে বা যাদের কাছে শেখে তারা কেউওই শিক্ষকতার মানসিকতা নিয়ে শেক্ষায় না।তাছাড়া যে বাচ্চারা আগামী জাতির ভবিষ্যত তারা কিন্ত্য বাস্তবিক শিক্কা গ্রহণ না করে তাদের মুখস্ত বিদ্যার উপর ভর করে প্রতি বছর ক্লাস পার করছে, অথচ তাদের মেধা বৃদ্ধির সম্নয় প্রয়োজন ছল তাদের এই বাস্তবিম শিক্ষা, এবং বাবা-মায়েরাই কিন্তু খুব বেশি সচেতন না হওয়াতে তাদের ব্যাপারে খুব যুগোপোযুগী সিধান্ত না নিতে পেরে তাদের দিন গুলা তারা পার করে দিচ্ছে ,কিন্তু তারা যদি বাচ্চার শেখা এবং নৈতিকতার ব্যাপারে খুব ছোট বেলা থেকে সচেতন হত, মজা নিয়ে ,তার কৌতুহল মিটিয়ে শেখাতো, ঐ যে পিছিয়ে পড়া স্টুডেন্ট যখন শিক্ষক হয় তাদের কাছে না নিয়ে মানসিকতা বোঝে এমন কারো কাছ থকে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিত তাহলে কিন্তু তাকে নিয়ে তার আগামী ভয় অনেক কমে যেত।

২। স্বাস্থ্য

মহিলা স্বাস্থ্য এবং স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য মানুষের দোড়গোড়ায় পৌছে দেওয়া
বিশেষ করে গ্রামের মহিলা এবং আমাদের স্কুল কলেজের মেয়েদের তাদের স্বাস্থ্য এর ব্যাপারে সচেতন হলে এবং তাদের কাঙ্খিত তথ্য পৌছে দিতে পারলে তাদের আগামী স্বাস্থ্য জটিলতা এবং শঙ্কার ভয় অনেকটাই কমতে পারে।
তাছাড়া আমরা আরো অনেক প্রশিক্ষণ এবং সেমিনারের আয়োজন করে থাকি যা ভবিষ্যত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অনেক ভূমিকা রাখবে।
এছাড়া আমরা গ্রাম ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যার্টফর্ম তোইরি করতে চাই যেখানে তারা আধুনিক শিক্ষার সকল সুযোগ সুবিধা পাবে .

No comments

Powered by Blogger.