প্রমিত ও শুদ্ধ উচ্চারণে বাংলা শিখি
বাংলা ব্যঞ্জনবর্ণ/প্রমিত ও শুদ্ধ উচ্চারণে বাংলা শিখি/ব্যঞ্জনবর্ণ পার্ট- ২( bangla bornomala/adorsholipi)
আমাদের দেশে এখনো বাচ্চাদের শেখানোর ক্ষেত্রে আমরা সেকেলে ধারণার উচ্চারণ এবং পদ্ধতিগত ভাবে বাচ্চাদের ভুলভাল বাংলা বর্ণমালা শেখাচ্ছি যা তাদের ভবিষ্যত শুদ্ধ বাংলা শেখার অন্তরায়।তাই আমরা চেষ্টা করেছি এবং আমাদের পরবর্তী ভিডিও গুলাতে আমরা কিভাবে শুদ্ধ এবং প্রমিত বাংলা এবং বাংলা বর্ণমালা শেখা যায় এবং ভুল এড়িয়ে বাংলা শেখা যায় তার ধারাবাহিক টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি।আমরা বাচ্চাদের আদর্শলিপি লেখার সাথে সাথে সম্পূর্ণ বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণের উপর ও ভিডিও তৈরি করবো।বাচ্চাদের বাংলা শেখানো এবং তাদের মধ্যে বাঙ্গাকি সংস্কৃতি এবং দেশপ্রেম গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য। বাংলাদেশ এবং বাংলাকে আমরা সবার কাছে শুদ্ধভাবে পৌছে দিতে চায় এবং এর ভুল্ভাল ব্যবহার রোধে আমরা আরো কার্যকর উদ্যোগ নিতে চায়।
youtheye learning Center এর উদ্যোগই হল দেশের ছোট ছোট বাচ্চা এবং যুবকদের নিয়ে এগিয়ে যাওয়া এবং একটি সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ে তোলা ।এছাড়া আমরা বাচ্চাদের মনস্তাত্ত্বিক এবং পছন্দনীয় বিষয় বলীর উপর গুরুত্ব দিয়েও তাদেরকে শেখাতে চায়। বাচ্চা নিয়ে প্রতিটি বাবা মায়ের আলাদা একটা ভাবনা চিন্তা থাকে।তারা তাদের স্বপ্ন তার বাচ্চার মাধ্যমে দেখতে চাই এবং তাকে সব চেয়ে আধুনিক এবং ভাল শিক্ষাটা দিতে চাই। আর এজন্য আমরাও ঢাকাতে একটা প্রতিষ্ঠান তৈরি করছি যেখান থেকে সারা বাংলা দেশে আমরা বাচ্চাদের কাছে তাদের মানুষ হবার গাইড লাইন এবং সকল পরামর্শ এবং শিক্ষা তথ্য পৌছে দিতে পারি।
Please…………….. Subscribe our channel https://www.youtube.com/channel/UCLQR... Our Website https://youtheyefoundation.blogspot.com/
Our E-mail Youtheyefoundation.bd@gmail.com Our Facebook page https://www.facebook.com/YouthEyeFoun... Join Our Facebook Group https://www.facebook.com/groups/17407... Our online Facebook Magazine https://www.facebook.com/YouthMagaze
No comments