বাংলা উচ্চারণ এবং শুদ্ধ বাংলা বলা শেখা
বাংলা উচ্চারণ এবং শুদ্ধ বাংলা বলা শেখা
পৃথিবীর বেশির ভাগ উন্নত দেশ এবং জাতি উন্নত কারণ তারা তাদের নিজস্বতা ধরে রাখতে সক্ষম এবং নিজ সংস্কৃতি এবং ভাষাতে নিজেদেরকে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।আর এজন্যই আমরা তাদের প্রতিটি কাজে তাদের ভাষার প্রতি ভালবাসা দেখতে পায়, আপনি যদি সে সব দেশে পড়তে বা ঘুরতে যান তাহলে দেখবেন তারা আমাদের মত অন্য জাতিকে অন্ধ অনুসরণ বা অনুকরণ করে না
রাষ্ট্রীয় এবং তাদের দৈনন্দিন প্রতি কাজে তারা তাদের মাতৃভাষাকে গুরুত্ব দিয়ে থাকে ,অথচ একমাত্র আমরাই মনে হয় আমাদের ভাষার প্রতি এত বেশি বিরূপ আচরণ করি যে , বাংলা-ইংরেজি জগাখিচুরি করে কথা বলার সাথে সাথে আমাদের কিছু শ্রেণির মানুষগ্ণ তো আমার বাংলাই বলতে চান না,শুদ্ধ তো অনেক পরের কথা।
অথচ একমাত্র আমরাই সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত যারা ভাষার জন্য জীবিন দিয়েছে,যাদের জন্য জাতিসংঘ আজ সবার ভাষাকে সম্মান জানিয়ে ২১ শে ফব্রুয়ারিকে আন্তার্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে।এজন্য আমাদের উচিত এই ভাশাওকে আরো বেশই গুরুত্ব দেওয়া এবং এর প্রমিত রূপ ব্যবহার করা
একটি ভাষার শুদ্ধ উচ্চারণ যেমন সে ভাষার প্রতি ভালবাসা এবং টান প্রকাশ পায়, তেমনি আপনাকে আধুনুইক ও করে তোলে, তাছাড়া প্রমিত উচ্চারণে বাংলা ভাষা শিখতে পারলে আপনার ক্যারিয়ারের অন্যনান্য দুয়ার গুলাও খুলে যেতে পারে,সে সাথে আপনি অভিজাত সহ ,শিক্ষিত মহলে নিজেকে খুব সহজেই অরকাশ এবং তুলে ধরতে পারবেন।
এজন্য আমরা খুব ছোট থেকে বাচ্চা এবং তরুণদের প্রমিত বাংলা শেখার প্রতি জোর দিচ্ছি এবং অল্প খরচে ৩ মাসের নতুন এই কোর্সের ক্লাস চালু করতে যাচ্ছি।
যেখানে খুব শুরুতে তারা শুদ্ধ বলা এবং চর্চা করা শিখবে , আঞ্চলিকতা পরিহার করে সবার গ্রহণযোগ্য ভাষা ব্যবহার করবে।
আমরা শুরুতে ভুল করে থাকি সব-এ অ/আ বলে যেটা আমাদের বাচ্চাদের স্কুলের শুরুতেই শেখানো হয়, আর সেই ভুল তারা আজীবন বহন করে অন্যদের ও শেখায় অথচ কোন বর্ণের উচ্চারণের আগে সেই বর্ণের বলে দেওয়া কিন্তু শুদ্ধ নয়। যেমন আমরা কি ক/খ/গ বলার সময় কখনো বলি ? ব্যঞ্জন ক/খ/গ! বলি না কিন্তু স্বর বর্ণের ক্ষেত্রে তা অহরহ ব্যবহার করে চলেছি।আবার আমাদের সন্তানেরা ভুল বলার সময় আমরা তাদের ভুল গুলাও কিন্তু শুদ্ধ্রিয়ে দিচ্ছি না এমনকি অনেক স্কুলের শিক্ষকেরা পর্যন্ত এভাবেই বাচ্চাদের শিখিয়ে আসছে।
তাই আমরা এই ভুলের বেড়াজাল ভাঙতে চায় এবং খুব ছোট থেকে বাচ্চাদের প্রমিত বাংলা উচ্চারণ শিখিয়ে বাংলা ভাষা এবং সস্কৃতি চর্চাতে আমাদের সন্তান্দের সাহায্য করতে চায়।
No comments