Academic care/একাডেমিক পড়ালেখা
একাডেমিক পড়ালেখা
একাডেমিক পড়ালেখার ক্ষেত্রে আমরা বাচ্চাদের শেখা এবং মজা করে শেখার সাথে তাদের পরিপূর্ণ ভাবে বুঝে শেখাটাকে গুরুত্ব প্রদান করছি কারণ একটা বিষয় আপনার বাচ্চা শিখল কিন্তু সে বুঝল না সে টা কি বিষয়ে তার কাজে লাগবে এবং এর ভবিষ্যত কি?
সাথে সাথে এভাবে শিখে তার লাভ টা কি হবে।
যার অনেক উত্তর কিন্তু আমাদের তথাকথিত শিক্ষকদের কাছে নেই।
কারণ আমাদের দেশে কেউ স্বপ্ন নিয়ে শিক্ষকতা করে না বা শিক্ষক হতে চায় না, তো কিভাবে আপনি এভাবে এমনএকজন শিক্ষককে দিয়ে আপনার বাচ্চার ভাল ভবিষ্যত কামনা করতে পারেনে!
আমাদের দেশের বেশিরভাগ মানুষ শিক্ষার ব্যাপারে সচেতন হত যখন তারা বাচ্চার বাবা বা মা হন এবং প্রত্যক বাবা-মা তার সন্তানের ভবিষ্যতের ব্যাপারে খুব সচেতন থাকেন, সাথে সাথে তারা এটাও কামনা করেন যে তাদের প্রত্যাশিত দেখা স্বপ্ন যেন তার সন্তান পূরণ করতে পারে।
এজন্যই আমরা বাচ্চাদের প্রতি সপ্তাহ এবং মাস অন্তর তাদের স্বপ্নের কথা শোনার, গাউড দেওয়ার, এবং বাংলা এবং ইংরেজির সকল সমস্যার সাথে সাথে সংস্কৃতি চর্চার বিশেষ ব্যবস্থা করেছি।
আমাদের একাডেমিক কার্যক্রম চলবে...।।
প্রাইমারি বিভাগ
দ্বিতীয় শ্রেনী - ৫ম শ্রেণী
Class two - class five
মাধ্যমিক বিভাগ
৬ষ্ঠ শ্রেণী - ১০ শ্রেণী
Class six - class Ten
*এছাড়া ৫ম, ৮ম এবং ১০ শ্রেনীর জন্য আলাদা মডেল টেস্ট এবং কেয়ারের ব্যবস্থা করা
তাছাড়া আমাদের আরো উল্লেখ্যযোগ্য কোর্স গুলা হল
Courses.....
- English Speaking Courses
- Bangla Pronunciation (শুদ্ধ বাংলা উচ্চারণ শেখা)
- গ্রাফিক্স ডিজাইন(Graphics design)
No comments