Youth Leadership Training/যুব নেতৃত্ব প্রশিক্ষণ
Youth Leadership Training/যুব নেতৃত্ব প্রশিক্ষণ
প্রশিক্ষণ ছাড়া মানুষের পক্ষে কোন কাজ শুরু করা বা দক্ষতার হাতে খড়ি হওয়া সম্ভব নয়।মানুষ ক্রমাগত ভুল করে, চলতে ফিরতে ভুল করে। আর আমাদের এই ভুলের এবং কজের উচ্চতর স্তরে পর্দাপণের জন্য প্রয়োজন প্রশিক্ষণ ।যেখানে কর্মক্ষেত্রে মানুষ সাধারণ প্রশিক্ষণ ছাড়া তার কাজ গুলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পারে না সেখানে আমাদের বাচ্চারা ,তরুণেরা কিভাবে গাইড লাইন এবং প্রশিক্ষণ ছাড়া পথ চলতে পারে।
তারা খুব বেশি আবেগ প্রবণ এবং চটপট হওয়াতে তাদের ভুলের মাত্রা এবং সিধান্তহীনতা অথবা খুব দ্রুত সিধান্ত নিয়ে নানান ভুলে পড়ে থাকার সম্ভাবনার হার অনেক বেশি , আর যখন এসব পরিসথিতিতে পতিত হয়, তখন তার নিকেকে সামাল দেওয়ার জন্য প্রয়োজন হয়ে পড়ে তার মানসিক দৃঢ়তা এবং পর্যাপ্ত জ্ঞান যা তার আশেপাশের মানুষের সাথে চলা,কিছু পরিস্থিতির সম্মুখীন হওয়া বা প্রশিক্ষণ ছাড়া সম্ভব নয়।
![]() |
YouthEye Foundation |
আর এক্ষেত্রে নেতৃত্ব প্রশুক্ষণ সবচেয়ে যুগান্তকারী ভূমুকা পালন করে থাকে।আর সেজন্যই উন্নত বিশ্বে কিন্তু বাচ্চাদের তাদের অবাধ সবাধীনতা,মতামত দেওয়ার সক্ষমতা, নেতৃত্ব এর গুণাবলীর উপর জোর দেওয়া সহ এ ধরণের সামাজিক কাজকর্ম এবং প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে থাকে।
আপনার বাচ্চা যদি তার নিজের সিধান্ত নিউতে সক্ষ্ম হয়ে থাকে তাহলে কিনত আপনি তার উপুর অনেক ভরসা করতে পারবেন এবং তার প্রতিনিয়ত কার্যাবলীর উপর আপনার আস্থা অটুট থাকবে।
তাছাড়া আধুনিক বিশ্বে টিকে থাকতে আপনাকে অবশ্যই এসব গুণাবলীর প্রয়োজন পড়বে।
No comments