পরিবার তন্ত্রের মানসিকতা দূরীকরণ প্রয়োজন

সব কিছুতেই পরিবার তন্ত্রের মানসিকতা দূরীকরণ প্রয়োজন।


বাংলায় একটা কথা আছে"অতি ভক্তি চোরের লক্ষণ " অতি ভক্তি করতে গিয়ে আমরা যেমন বউ কে বস বানাই,তেমনি গরুকে বানাই গুরু। কিছু পন্ডিত,হুজুর,আধ্যাত্মিক লোককে কে বানাই প্রভু, তেমনি কিছু জায়গাকে বানাচ্ছি-মাজার শালা
-অতি ভক্তি যে কত খারাপ- তা এই মাজার শালায় গেলেই বুঝা যায়।
তেমনি নেতা ভক্তি করতে গিয়ে আমরা প্রতি নিয়ত তার উত্তরাধিকার সূত্রে সব কিছু কামনা করতে শুরু করেছি,সে না থাকলে তার স্থলাভিষিক্ত হবে তার পরিবারের কেউ।
আর এভাবেই দেশের বারোটা বাজিয়ে যাচ্ছি আমরা।
ইয়ুথ আই ব্লগ

কখনো কি শুনেছেন যে ডাক্তারের ছেলে/মেয়ে জন্ম সুত্রে ডাক্তার হয়েছে? নাকি তাকে এর গুণাবলী অর্জন করতে হয়েছে।
অবশ্যই তা অর্জিত যোগ্যতা।
আজকাল সব কিছুতেই কেমন জানি চাটুকারিতা লক্ষ্য করছি,মিথ্যা কথা এবং প্রশংসা শুনতে মানুষ এত বেশি আগ্রহী যে, প্রশংসা ছাড়া কথাই শুরু করতে চায় না
কিন্তু আবার, তাকে তুলনা করে অন্যের নেতিবাচক কথা শুনতে চায় ঠিকই।
সময় এখন চাটুকারের কারণ অযোগ্য নেতার প্রধান বাহন চাটুকার,তাদের সব পরিবেশে জি হুজুর করার অপরিসীম ধৈয্য এবং ক্ষমতা রয়েছে।
তেমনি আমাদের রয়েছে অপরিসীম অজ্ঞতা ও সমবেদনা, সহানুভূতি। যার জন্য যুগের পর যুগ আমরা নেতা না হয়ে শুধু অনুসারী ও চাটুকারের পথ বেছে নিচ্ছি।
আচ্ছা,বলেন তো? যার মধ্যে নেতৃত্ব দেবার ক্ষমতা আছে,সে কি কখনো চাটুকারির পথ বেছে নিতে পারে?
নাকি এখন, চাটুকারিতাই একমাত্র পথ নেতার কাছে ভাল হবার?

No comments

Powered by Blogger.