নিজের স্বপ্ন টাকে অনুসরণ কর



নিজের স্বপ্ন টাকে অনুসরণ কর


youtheye blog


কে ভাল কে খারাপ, এই চিন্তা করতে করতে আমরা প্রত্যহ যে পরিমাণ সময় আপচয় করি তা পুরোপুরি অযথার্থ, তার থেকে বরং আমরা আমাদেরকে নিয়ে/নিজেকে নিয়ে /দেশকে নিয়ে একটু ভাবি।

নিজে পরিবর্তন হয়, পরিবর্তন হতে দিই, পরিবর্তনের সঙ্গী হয় এবং পরিবর্তক হিসেবে সমাজে আবর্তিত হয়।জানি আপনি, আমি একা কিছুই এখনই পরিবর্তন করতে পারবো না ঠিকই।
সে জন্য শুধু শুধু সমালোচনা না করে,অকাজে মগজ ভারী না করে- কাজে নেমে পড়ুন।কারণ আপনার কাছে যা ভাল, অন্যের কাছে তা খারাপ হতেই পারে।তাই যদি ভাল না লাগে এবং এর পরিবর্তন করতে চান, তাহলে সেটা অনুসরণ করুন এবং নিজেকে প্রমাণ করে এর চূড়ায় আহরণ করুন এবং এর পরিবর্তন সাধন করুন।

এক্ষেত্রে SERAC এর Executive Director এর #Shaikat ভাইয়ার একটি কথা খুব ভাল লাগছে সেদিন-কথাটা এমন...
Just follow the systems, take the system and ride on the apex of it and Then changed it.

No comments

Powered by Blogger.